প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জের হরিরামপুরে ‘সবুজ হরিরামপুর গড়ে তুলি’ কর্মসূচি উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুরে ‘সবুজ হরিরামপুর গড়ে তুলি’ কর্মসূচি উদ্বোধন

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

‘অক্সিজেনের রাজ্য গড়ি হরিরামপুর সবুজে ভরি! এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে ‘সবুজ হরিরামপুর গড়ে তুলি’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

হরিরামপুর শ্যামল নিসর্গ নামের পরিবেশ সংগঠনের আয়োজনে আজ শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার হেলিপ্যাডের পাশে জারুল গাছ রোপনের মাধ্যমে জেলা প্রশাসক এস এম ফেরদৌস কর্মসূচির উদ্বোধন করেন। এরপর উপজেলা অডিটোরিয়ামে সংগঠনের সমন্বয়ক মোঃ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কর্মী প্রণব পালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম, সংগঠনের মুখপাত্র পলাশ সূত্রধর বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সরকারি দেবেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক বাবু গিরীন্দ্র কুমার রায়, আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব ও সংগঠনের কর্মী তৈয়বুল আজহার, সহকারি অধ্যাপক সুজন রুহুল, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী, সংগঠনের কর্মী মুনশী সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।