প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জের সিংগাইরে কয়েকটি বাজার লকডাউন ঘোষনা

মানিকগঞ্জের সিংগাইরে কয়েকটি বাজার লকডাউন ঘোষনা

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার সকল বাজারসহ দুটি ইউনিয়নের তিনটি হাট বাজার লকডাউন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই লকডাউন ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব রোধকল্পে পরিস্থিতি বিবেচনায় জনগনের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে এই লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে সিংগাইর পৌরসভার সকল বাজার, সায়েস্তা ইউনিয়নের সাহরাইল ও নীলটেক বাজার এবং জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ বাজার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষনা করা হলে।
উক্ত সময়ে সকল বাজারে শপিংমলসহ সবধরনের দোকান পাট ও হাট বাজার বসানো নিষিদ্ধ করা হলো এবং উল্লেখিত এলাকার জনসাধারনের প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে আবশ্যিকভাবে ভ্রাম্যমান বাজার পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হলো। লকডাউনকালীন সময়ে বাজারে ফার্মেসী, সার-বীজ,কীটনাশক, গ্যাসের দোকান ও গোখাদ্যের দোকান খোলা থাকবে এবং আড়তসমূহ সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে খোলা থাকবে।