প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ : 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) সকাল ১১ টার সময় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। নিহত জাহাঙ্গীর আলম সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মজলিশ খানের ছেলে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন- ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার কয়াদ আলীর ছেলে ফেরদৌস (২৫)এবং ওই একই এলাকার শাকিব (২৬) ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, রোববার রাত সাড়ে ৯ টার সময় জানতে পারি ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকা গোলড়াতে ডিশ ব্যবসায় নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। ওই মারামারি মধ্যে জাহাঙ্গীর নামের এক জন মারা যান।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করি এবং এই ঘটনায় দুই জনকে আটক করে থানা নিয়ে আসি। মরদেহটি ময়না তদন্তের জন্য আজ সোমবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আটজনের নামে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে জাহাঙ্গীরের ভাই আশরাফ ইসলাম বাদি হয়ে মামলা করেছেন। অন্যন্য আসামিদের ধরতে পুলিশ কাজ করছে পুলিশ।

নিহত জাহাঙ্গীর আলমের বড় ভাই আশরাফুল ইসলাম খান জানান, ‘গোড়লা গ্রামের মো. দেলোয়ার হোসেনের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীরের ডিশ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। গোলড়া এলাকায় লাইন টানা নিয়ে একাধিকবার ঝামেলা হয়। এরই জের ধরে গতকাল রবিবার রাতে দোলোয়ার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে হত্যার ঘটনা ঘটায়।