প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জের মাটিতে পা রাখলেন রাসূল (সা:) এর বংশধর সাইয়্যিদ মাহমূদ মাদানী

মানিকগঞ্জের মাটিতে পা রাখলেন রাসূল (সা:) এর বংশধর সাইয়্যিদ মাহমূদ মাদানী

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে মাটিতে পা রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ।

রোববার বেলা ১১ টায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় অবস্থিত আসআদুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

দুপুর বারোটায় হেলিকপ্টার যোগে প্রধান মেহমান সম্মেলনে জেলা সদর উপজেলার গড়পাড়ার আস-আদুল উলুম মাদ্রাসা উপস্থিত হন। এসময় মাদ্রাসা প্রাঙ্গনে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী একনজর প্রিয় নবী (সাঃ) এর বংশধরকে দেখার জন্য ভীড় জমায়। এছাড়াও সম্মেলনে মাদ্রাসার মুতাওয়াল্লী ও পরিচালক সৈয়দ মুহাম্মদ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

সম্মেলনে হযরত মাওলানা সায়্যিদ মাহমূদ মাদানী ঈমান ও আমলের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, আল্লাহর প্রতি ঈমান রেখে সঠিকভাবে আমল করতে পারাই সত্যিকারে মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।

এসময় অন্যান্যদের মধ্যে আরও আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আফতাবনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী, আরজাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আনোয়ার মাহমুদ, সিলেটের চিকনাগুল মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি রশিদ আহমেদ, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ সরকার, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা।

মোনাজাত শেষে কয়েকশত মুসলিম মুসল্লি প্রধান মেহমান রাসূল (সাঃ) বংশধর আধ্যাতিক রাহবার হযরত মাওলানা সায়্যিদ মাহমূদ মাদানী’র বায়াত গ্রহণ করেন।