প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জের দৌলতপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

মানিকগঞ্জের দৌলতপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই সিএনজির যাত্রী। নিহত সিএনজির চালকছাড়া সবাই একই পরিবারের বলে জানিয়েছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।

তিনি জানান, দৌলতপুরে সিএনজি চালিত একটি অটোরিকশাকে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা একই পরিবারের ছয় জনসহ সাত জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে চার জন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে।

নিহতরা হলেন- একই পরিবারের হরেকৃষ্ণ বাদ্যকার (৫৫), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৮), গোবিন্দর স্ত্রী ববিতা বাদ্যকার (২৫), মেয়ে রাধে বাদ্যকার (৪), চাচী খুশি বাদ্যকার (৫২) ও চাচাতো ভাই রাম প্রসাদ বাদ্যকার (৩০)। এছাড়া সিএনজি চালক জামাল শেখ (৩০)। নিহতদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হরেকৃষ্ণ বাদ্যকার সিএনজি ভাড়া করে দৌলতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। উপজেলার মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।