প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জের দুটি ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে দু:স্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা

মানিকগঞ্জের দুটি ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে দু:স্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে দুটি ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে করোনা সংকটে কর্মহীন ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে জেলা শহরের বান্দুটিয়া চকপাড়ায় ১৩৫ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও পেঁয়াজ বিতরণ করে মেঠোপথ স্পোর্টিং ক্লাব। সংগঠনিটির প্রধান উপদেষ্টো জিয়িাউদ্দিন আহাম্মেদ কবীর, উপদেষ্টা রেজাউল ইসলাম সজিব, সভাপতি ইসহাক আহমেদ, কার্যকরী সভাপতি ফিরোজ হোসেন এবং সাধারণ সম্পাদক আবু সাইদ খান লাবলুসহ সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণকালে উপস্থি ছিলেন।

এর আগে, সকালে ৩শত দু:স্থ ব্যক্তির মাঝে কজি চাল, ডাল, তেল, আলু, চিনি বিতরণ করেছে জেলার শীর্ষ ক্রীড়া সংগঠন কুলফা গোষ্ঠী। বসুন্ধরা গ্রæপের উপদেস্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু এবং সংগঠটির সভাপতি সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের সহযোগীতায় এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। সকাল ১১টায় জেলা শহরের শহীদ রফিক সড়কে সংগঠনটির কার্যালয়ের সামনে দু:স্থ দের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জনি, উপদেস্টা গোলম ছারোয়ার ছানু ও খোন্দকার খালেকুজ্জামানসহ অন্যান্য সদস্যরা। মাহাবুবুর রহমান জনি জানান আগামী পনের দিন তাদের এই কর্মসুচী চালু থাকবে। প্রয়োজনে কর্মসুচীর মেয়াদ আরও বাড়ানো হবে।