প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম বিভাগ মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয়দের সাহায্য চাইলেন বদির স্ত্রী

মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয়দের সাহায্য চাইলেন বদির স্ত্রী

কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকা মাদকমুক্ত করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন আব্দুর রহমান বদির স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার। তিনি বলেছেন, স্থানীয় জনগণের সহায়তায় টেকনাফে মাদকমুক্ত এলাকা গড়তে চাই।

আজ কক্সবাজারের টেকনাফ উপজেলায়  টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াবা ব্যবসায়ীদের জন্য আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেলা পুলিশের তত্ত্বাবধানে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি। এছাড়া আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার ৪টি আসনের সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আজ ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে।