প্রচ্ছদ হেড লাইন ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়: ড. কামাল

ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়: ড. কামাল

ভোটারদের উপস্থিতি সন্তোষজনক নয়, হতাশার বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তার কেন্দ্রে ২৬শ ভোটের মধ্যে ৩ ঘণ্টায় ১শ ভোটও পড়েনি বলেও জানান তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান করে তিনি এসব কথা জানান।

এ দিকে সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর গোপীবাগে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। ভোট প্রদান শেষে তিনি বলেন, বিপুল ভোটে ধানের শীষ জয়ী হবে। যে কোনো কিছুর মোকাবিলায় আমি প্রস্তুত আছি। শেষ পর্যন্ত মাঠে থাকব।

এ সময় তিনি বলেন, কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আমি আল্লাহর নাম নিয়ে এবং আমার বাবাকে স্মরণ করে বাসা থেকে বের হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি। আজকে যদি আমাকে হামলার শিকার হতে হয়, আহত হতে হয়, হব। তবুও ভোটকেন্দ্র দখলমুক্ত এবং ভোটারদের নিরাপদভাবে ভোট দেয়ার জন্য যা যা করা দরকার তা আমি করব।

এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে ইশরাক অভিযোগ করেন, ৩৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে হামলা চালিয়ে আমার এক এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন জরিপে ধানের শীষ ৮০ শতাংশের বেশি এগিয়ে আছে। যদি ঠিকমতো ভোট হয় তাহলে বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ।