প্রচ্ছদ সারাদেশ এসএসসি পাস করে ডাক্তার, মানিকগঞ্জে ভূয়া ডাক্তারকে ২ লাখ টাকা জরিমানা

এসএসসি পাস করে ডাক্তার, মানিকগঞ্জে ভূয়া ডাক্তারকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ  :

এসএসসি পাস করে এমবিবিএস ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে প্রমোদ চক্রবর্তী নামের একজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রানা হোসেন নামের এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতেই ওই ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়।

জানা গেছে, এসএসসি পাস করে এমবিবিএস ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন মানিকগঞ্জের খাগড়াকুড়ি গ্রামের প্রমোদ চক্রবর্তী নামের ওই প্রতারক। ভিজিটিং কার্ড ও রোগী দেখার ব্যবস্থাপত্রে এমবিবিএস, পিজিটি (সার্জারি), মা ও শিশু রোগে অভিজ্ঞ, মেডিকেল অফিসার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল লিখে চিকিৎসা দিতেন মানিকগঞ্জ ও সাভারের বিভিন্নস্থানে।

করতেন বিভিন্ন অপারেশন ও। মানিকগঞ্জের গঙ্গাধরপট্রি এলাকার রানা দীর্ঘদিন ওই প্রতারক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হন।

রানা গত ১ জুলাই তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ে ওই ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগের পেক্ষিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে তদন্ত ও শুনানি শেষে গতাকল বুধবার ১৫ জুলাই অভিযুক্ত নামধারী ডা. প্রমোদ চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪৪ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা আরোপ করেন ভোক্তা অধিদপ্তর, মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ডাঃ প্রমোদ চক্রবর্তী নিজের ব্যবস্থাপত্রে ব্যবহৃত পদবীর স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্ত এবং তিনি স্বীকার করেন কোলকাতা থেকে এগার ক্লাস পাস করে অষঃবৎহধঃরাব গবফরপরহব বিষয়ে কোর্স করেন।

কিন্তু বি এম ডি,সির কোন রেজিষ্ট্রেশন নেই, ডা. পদবী, এম বি বি এস (ঢাকা), পিজিটি(সার্জারি), মেডিকেল অফিসার,মা ও শিশু রোগে অভিজ্ঞ ইত্যাদি খেতাব ব্যবহার করে এতদিন প্রতারণা করে আসছিলেন।

নিজের স্বীকারোক্তিতে তিনি ভবিষ্যতে আর চিকিৎসা সেবার নামে প্রতারনা করবেনা বলে এই মর্মে মুচলেকা প্রদান করেন।

বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে আরোপিত জরিমানার ২৫% হিসেবে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে। মানিকগঞ্জের আনাচে কানাচে ছদ্মবেশী এধরনের ভূয়া ডাক্তার থেকে সাবধান। এবং এধরণের সুনির্দিষ্ট তথ্য থাকলে মানিকগঞ্জ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের হট ১৬১২১ নম্বরে অভিযোগ করতে জানানো হয়েছে।