প্রচ্ছদ খেলাধুলা ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে শঙ্কা

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে শঙ্কা

আগামী ৩ নভেম্বর দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা ভারত-বাংলাদেশের। তবে বায়ুদূষণের কারণে ম্যাচটি আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গেল কয়েক বছর ধরে শীতকালে ব্যাপক বায়ুদূষণের শিকার হচ্ছে ভারতের রাজধানী দিল্লি। এবার শীত আসার আগেই শহরটির বাতাসের অবস্থা উদ্বেগজনক। উল্লেখযোগ্য হারে দূষিত ধূলিকণার মাত্রা বাড়ছে।

বায়ুদূষণের ফলে গেল বছর দিল্লির দৃশ্যমানতা কমে গিয়েছিল। যার জেরে বহু ক্রিকেট ম্যাচ বাতিল হয়। এমনকি ফিরোজ শাহ কোটলায় মাস্ক পরে খেলতে নামেন শ্রীলংকার ক্রিকেটাররা। এবারও অবস্থা একই রকম।

আগামী মাসে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বাড়তে পারে। ফলে কমতে পারে দৃশ্যমানতা। এমন পরিবেশে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। আগামী এক মাসের মধ্যে অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা কম।

দিল্লি প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) জানিয়েছে, বায়ুদূষণে তাদের নিয়ন্ত্রণ নেই। তবে ম্যাচ আয়োজনের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলছে, অবস্থা নিয়ন্ত্রণে চলে আসবে। বাংলাদেশের সফর সুবিধাজনক করতেই দিল্লিতে প্রথম ম্যাচ রাখা হয়েছে। সাকিবরা এখানে এসে প্রথম ম্যাচ খেলবেন। এর পর কলকাতায় টেস্ট খেলে রওনা হবেন দেশের উদ্দেশে। নাগপুর, রাজকোট ও ইন্দোরে বাকি ম্যাচগুলো খেলবেন টাইগাররা।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১০ নভেম্বর। দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। এর পর ২২ নভেম্বর ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এ সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবেন সাকিব-মুশফিকরা।