প্রচ্ছদ আর্ন্তজাতিক ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে কতবার?

ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে কতবার?

ভারত-পাকিস্তানের ‘দ্বন্দ্ব’ নতুন কিছু নয়। বহুবার যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়েছে দুই দেশ। সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার জেরে আবারও উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তান সীমান্তে। পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মিরে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও।

তবে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বা সংঘাতের ইতিহাসটা অনেক পুরনো। এর আগেও বহুবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

১৯৪৭ সালের অক্টোবর মাস, সবেমাত্র দু’টি দেশ স্বাধীন হয়েছে। সেই সময় থেকেই কাশ্মীর নিয়ে সংঘাতের সূত্রপাত।

১৯৬৫ সালের আগস্ট মাস। শুধুমাত্র কাশ্মীর নয়, গুজরাটের কচ অঞ্চল নিয়েও সংঘাত তৈরি হয়। ৯ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে প্রবেশ করে এবং দাবি করে যে ভারতীয় সেনাবাহিনী কাঞ্জারকোটের পাকিস্তানি চৌকি আক্রমণ করেছে। আন্তর্জাতিক সীমারেখা বরাবর পঞ্জাব ফ্রন্ট খোলার পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী।

১৯৯৯ সালের মে মাসে পাকিস্তানি সেনাবাহিনী কার্গিল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে। কার্গিল এলাকায় ভারতীয় ভূখণ্ড থেকে পাকিস্তানের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণরেখার ওপারে পাঠিয়ে দেয় ভারতীয় বিমানবাহিনী ও পদাতিক বাহিনী। মাস দুয়েকের ‘অপারেশন বিজয়’-এর পরে জয় পায় ভারত।

২০০১ সালের অক্টোবরে ভারতীয় কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারান ৩৮ জন, ঠিক দু’ মাস পরে সংসদ চত্বরে জঙ্গি হানায় প্রাণ হারান ১৪ জন। সেই সময়ও পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযানের পক্ষে তীব্র দাবি উঠেছিল।

২০০৮ সালের ২৬ জানুয়ারি মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান ১৬৬ জন। লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীই ছিল এই হামলার জন্য দায়ী।

২০১৬ সালের জানুয়ারি মাসে পঞ্জাবের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে চারদিন ধরে হামলা চালায় জঙ্গিরা। সাত জন সেনা প্রাণ হারান, অভিযানে মৃত্যু হয় ছয় জঙ্গিরও।

২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ভারতীয় কাশ্মীরের উরি সেক্টরে ১৯ জন সেনা প্রাণ হারান। যার জবাবে ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গি লঞ্চপ্যাডগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। অন্তত ৩৫ জঙ্গির মৃত্যু হয় তাতে।