প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ভারতে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক ৫৮ মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত করোনায় ভারতে মৃত্যু হয়েছে ৫৮ জনের, যা একদিনে সর্বোচ্চ। তাতে ভারতে মোট মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৩৭।

সোমবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত করে আক্রান্ত হয়েছে ১,৭০৯ জন। এর মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৫২২ ও ২৪৭ জন।প্রতিবেদনে বলা হয় হঠাৎ করেই মধ্য প্রদেশের ইন্দোরে করোনার রোগীর সংখ্যা বাড়ছে। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১৯৬ জন। মুম্বাইয়ে নতুন শনাক্ত ৩৬৯ জন। আর দিল্লিতে ১৯০ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা বিহার ও ঝাড়খন্ডেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। বিহারে একদিনে আক্রান্ত ৬৮ জন, ঝাড়খন্ডে ২০ জন। আর গুজরাটে ১১, রাজস্থানে ৯, মধ্য প্রদেশে ৭ ও পশ্চিমবঙ্গে ২ জন করে নতুন রোগী পাওয়া গেছে।ভারতের সরকারি তথ্যে বলা হয়েছে এখন পর্যন্ত করোনায় মোট ৯৩৭ মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৬৯ জন মহারাষ্ট্রের ও ২১৯ জন মুম্বাইয়ের।