প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ভারতীয় নৌবাহিনীতে করোনার হানা, আক্রান্ত ২০ সদস্য

ভারতীয় নৌবাহিনীতে করোনার হানা, আক্রান্ত ২০ সদস্য

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : 

মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে করোনাভাইরাসের আক্রমণ ঘটেছে। এতে অন্তত ২০ জন নৌসদস্যের কর্মীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর একটি হাসপাতালে কোয়ারানটিন করা হয়েছে করোনা পজিটিভ নৌবাহিনীর কর্মীদের।

এই প্রথম ভারতীয় নৌবাহিনীতে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। এই করোনা আক্রান্ত নাবিকদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তা জানতে ব্যাপক ভাবে খোঁজ চলছে। ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের সমুদ্র তীরবর্তী ডিপো আইএনএস আঙ্গরিতে নৌবাহিনীর জন্য নির্দিষ্ট আবাসনে থাকেন এই নাবিকরা। নিজের কাজের জন্য গত কয়েক দিন আক্রান্ত নাবিকরা নৌঘাঁটির মধ্যে বিভিন্ন স্থানে গেছেন। এর ফলে আরো কেউ আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে খোঁজ চলছে। ভারতীয় সেনাবাহিনীতে ইতোমধ্যেই আটজনের শরীরে করোনাভাইরাসের খোঁজ মিলেছে।

মুম্বইয়ের ন্যাভাল ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থাকে। আইএনএস আঙ্গরি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এগুলির অবস্থান। আইএনএস আঙ্গরি ন্যাভাল ব্যারাক হিসেবেও পরিচিত। এখানে সংক্রমণের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র : এ সময়