প্রচ্ছদ আর্ন্তজাতিক ভারতকে এমন জবাব দেব বিস্মিত হয়ে যাবে, পাকিস্তানের হুঁশিয়ারি

ভারতকে এমন জবাব দেব বিস্মিত হয়ে যাবে, পাকিস্তানের হুঁশিয়ারি

কাশ্মীরের পুলওয়ামা হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের। এরই মধ্যে হামলার জন্য পাকিস্তানি সংগঠন ‘জইশ-ই-মহম্মদ’কে দায়ী করে দেশটির (পাকিস্তান) বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে আক্রমণের শিকার হলে ভারতকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বলেন, যুদ্ধের কোনও ইচ্ছে তাদের নেই। তবে উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত তারা।

পাকিস্তান সেনাবাহিনীর মুখাপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ‘যুদ্ধ করার মানসিকতা আমাদের নেই। তবে আমাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার জবাব দেওয়ার অধিকার আছে। পাকিস্তানের সঙ্গে তাই লাগতে আসবেন না। পূর্ণাঙ্গ শক্তি ব্যবহার করে এমন জবাব দেব, যা নিয়ে বিস্মিত না হয়ে উপায় থাকবে না।’