প্রচ্ছদ আর্ন্তজাতিক ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ শ্রমিকের মৃত্যু

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ শ্রমিকের মৃত্যু

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রাজিলের পুলিশ এবং ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল বুধবার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের খবরে দেখা যায়, সাওপাওলো রাজ্যের তাগুয়ে শহরের কাছে ভাঙাচূড়া অবস্থায় একটি বাস পড়ে আছে।

পুলিশ জানায়, বাসে করে স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীরা কাজে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে সাও পাওলো রাজ্য থেকে ৩৪০ কিলোমিটার দূরে তাগুয়াই শহরের কাছে পৌঁছালে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। তবে বাসে কোন কোন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সংঘর্ষের পর ঘটনাস্থলেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় পরে আরও চারজন হাসপাতালে মারা যান। গাড়ির ধ্বংসস্তূপের ভেতরে আরও কেউ আছেন কিনা এখনই বলা যাচ্ছে না।