প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মানসম্পন্ন ওষুধ পরীক্ষার স্বীকৃতি পেলো বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মানসম্পন্ন ওষুধ পরীক্ষার স্বীকৃতি পেলো বাংলাদেশ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে মানসম্পন্ন ওষুধ পরীক্ষার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত বিশ্বের মোট ৫৫টি গবেষণাগারকে এ তালিকায় স্থান দিয়েছে ডব্লিউএইচও।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত বাংলাদেশ সরকারের জাতীয় ওষুধ মান নিয়ন্ত্রণ গবেষণাগার (এনসিএল) এ স্বীকৃতির বিষয়টি সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব স্বাস্থ্য পর্যবেক্ষণকারী এ সংস্থাটি।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বাংলাদেশের জন্য একটি অসাধারণ প্রাপ্তি এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গণে প্রয়োজনীয় ওষুধের মান বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ।‘সিআইপির অধীনে দেশের উন্নয়ন সহযোগী সংস্থার ডিজিডিএকে গবেষণাগারের মান উন্নয়ন ও কঠোর মান নিয়ন্ত্রণের নীতিমালা তৈরি করতে সাহায্য করে। এসময় ওষুধের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রক্রিয়া ও সক্ষমতা বাড়ানোয় প্রয়োজনীয় সহায়তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’এর আগে, ২০১৬ সালে ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (ডিজিডিএ) অধীনে ওষুধের মান উন্নয়নে আগ্রহী-এ কোয়ালিশন অভ ইন্টারেস্টেড পার্টনারদের (সিআইপি) নিয়ে ওষুধ নিয়ন্ত্রণ বিষয়ক একটি জোট গঠন করা হয়। ডব্লিউএইচও’র কারিগরি সহায়তায় এটি গঠিত হয়।