প্রচ্ছদ হেড লাইন বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে  মঙ্গলবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৯৩ জনে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৫৪ হাজার ১৯৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনায় আক্রান্ত ২৪ লাখ ৪০ হাজার ৩৬৩ রোগীর মাঝে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ। তবে আক্রান্ত ৪৬ হাজার ৯৩৬ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর দুই শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসলেও বেড়েছে ইউরোপের আরেক দেশ রাশিয়ায়। এছাড়া আক্রান্ত বেড়েছে ব্রাজিল, ভারত, সৌদি আরব, বাংলাদেশসহ কয়েকটি দেশে।

রাশিয়ায় একদিনেই বেড়েছে ১১ হাজার ৬৫৬ জন, ভারতে ৩ হাজার ৬০৭ জন, সৌদি আরবে ১৯৬৬ জন।গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।