প্রচ্ছদ হেড লাইন বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ হাজারের বেশি

বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ হাজারের বেশি

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৬০৯ জন। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার মার্কিন ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৬৪ হাজার ৮৩৭ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ লাখ ২২ হাজার ৩৯৭ জন। বর্তমানে ১৯ লাখ ৩১ হাজার ৩৭৯ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৩০০ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

করোনাভাইরাস ইতোমধ্যেই বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৯১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে দেয়া গেছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ১০ লাখ ৪ হাজার ৯৪২ জন আক্রান্ত হয়েছেন। আর মৃতের সংখ্যাও সেখানে বেশি। এখন পর্যন্ত মারা গেছে ৫৬ হাজার ৫২৭ জন।