প্রচ্ছদ খেলাধুলা বিশ্বকাপ আয়োজনের পথেই এগুচ্ছে আইসিসি

বিশ্বকাপ আয়োজনের পথেই এগুচ্ছে আইসিসি

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

দীর্ঘ তিন মাস ধরে ক্রিকেটাঙ্গনে অচলাবস্থার পর ধীরে ধীরে বেশ কয়েকটি ক্রিকেট বোর্ড স্বল্প পরিসরে অনুশীলনের অনুমতি দিচ্ছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কবা নাগাদ মাঠে গড়াবে তার কোনো কিছুই জানা নেই কারও।

এর ভেতর দরজা কড়া নাড়ছে আইসিসির বৈশ্বিক আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবার কথা এবারের আসর তবে করোনাভাইরাসের মহামারী প্রকোপের ভেতর পিছিয়ে যাবার কথা উঠছে বারবার।

তবে আইসিসির এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্স-কে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়ার পথে এগুচ্ছে না আইসিসি বরং নির্ধারিত সময়ে আসর শুরু করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৮ মে) আইসিসির সভায় এই বিষয়ে একটা সিদ্ধান্ত দেয়া হবে।তবে এর ভেতর জড়িয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর।

ভারতীয় ক্রিকেট বোর্ড তাকিয়ে আছে আইসিসির সিদ্ধান্তের ওপর। যদি না বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে আইপিএল মাঠে গড়ানোর একটা সুযোগ নেবে বিসিসিআই।ভারত লক-ডাউন করে দেয়ার পর আইপিএলও স্থগিত হয়ে যায় অনির্দিষ্ট সময়ের জন্য। যদি বিসিসিআই বলে আসছে বিশ্বকাপ পেছানোর জন্য আইসিসিকে কোনো চাপ দেবে না তারা।