প্রচ্ছদ আর্ন্তজাতিক বিয়ের দুদিন পর করোনা উপসর্গে বরের মৃত্যু, আক্রান্ত ৯৫

বিয়ের দুদিন পর করোনা উপসর্গে বরের মৃত্যু, আক্রান্ত ৯৫

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ভারতের বিহারে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। বিয়ে করার ঠিক দুই দিনের মাথায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বর।

বিয়ের অনুষ্ঠানে আসা আরো ৯৫ জনের পরীক্ষা করার পর তাদের কোভিড-১৯ পজিটিভ এসেছে।

পাটনা থেকে ৫০ কিলোমিটার দূরে ঘটেছে এই ঘটনা। এটাই বিহারে প্রথম বড় আকারে সংক্রমণ একটি ঘটনা থেকে।

১২ মে গ্রামে ফেরেন সেই বর, এরপর করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলেও তা নিয়ে খুব একটা সতর্ক না হয়ে বিয়ের অনুষ্ঠান চালিয়ে যান।

এদিকে, জুলাই মাসে ভারতে শুরু হবে স্থানীয়ভাবে তৈরি হওয়া একটি ভ্যাকসিনের পরীক্ষা।

হায়দ্রাবাদের ভারত বায়োটেক নামের একটি ফার্ম থেকে কিছু সংখ্যক মানুষের শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে।

এর আগে প্রাণীর শরীরে দিয়ে দেখা গেছে যে এটা নিরাপদ এবং ইম্যুন সিস্টেম এতে সাড়া দেয়। বিবিসি