প্রচ্ছদ খেলাধুলা বিপাকে ম্যানইউ, বেতন কমতে পারে পগবার

বিপাকে ম্যানইউ, বেতন কমতে পারে পগবার

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশই নিতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে হাডার্সফিল্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের দৌঁড় থেকে ছিটকে পড়েছে ওলে গুনার সুলশারের দল। ক্লাবের এমন বাজে পারফরম্যান্সে বেতন কমতে পারে পল পগবার। আগামী মৌসুমে ম্যানইউর হয়ে খেললে ২৫ শতাশং বেতন কমবে ফরাসি এ তারকার।

এদিকে, পগবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে অনেক আগে থেকেই। জিনেদিন জিদান দ্বিতীয় মেয়াদে ক্লাবটিতে যোগ দেওয়ার পর পগবার সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার সম্ভবনা বেড়েছে।

তবে শেষপর্যন্ত ক্লাব পরিবর্তন না হলে আগামী মৌসুমে এখানে আগের মতো বেতন পাবেন না বিশ্বকাপ জয়ী এ তারকা।

উল্লেখ্য, বর্তমান চুক্তি অনুযায়ী ম্যানইউতে বছরে ১৩ মিলিয়ন ইউরো পাচ্ছেন পগবা। আগামী মৌসুমে পগবাকে রিয়াল চাইলে তার জন্য মোটা অঙ্কের ট্রান্সফার দাবি করতে পারে ইউনাইটেড। ইংলিশ গনামাধ্যমগুলোর গুঞ্জন পগবার জন্য রেডডেভিলসরা ১৫০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি দাবি করতে পারে।