প্রচ্ছদ আইন আদালত বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদ

বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাস মহামারিতে ৬৭ দিন গণপরিবহন বন্ধ থাকার পর ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে চালুর প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদের আদেশ দেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।পরে হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের বলেন, শুনানির শুরুতেই রিট আবেদনটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। অ্যাটর্নি জেনারেল আদালতকে এ বিষয়ে বলেন, সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিকভাবেই ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

রিটের পক্ষে আমি আদালতকে বলি, করোনাভাইরাসে বিপর্যস্ত এই পরিস্থিতে মানুষের জীবন-জীবিকাও বিপর্যস্ত। সেক্ষেত্রে পরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোটা মরার ওপর খাড়ার ঘা’য়ের মত। এটি সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদের (আউট অব লিস্ট) আদেশ দিয়েছেন।