প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ বাল্যবিয়ের কারণে অনেক সম্ভাবনাময় মেয়েরা ঝড়ে যাচ্ছে : জেলা প্রশাসক

বাল্যবিয়ের কারণে অনেক সম্ভাবনাময় মেয়েরা ঝড়ে যাচ্ছে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

বাল্যবিয়ের কারণে অনেক সম্ভাবনাময় মেয়েরা ঝড়ে যাচ্ছে, বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য ও সামাজিক অপারাধ। কেউ যদি এই অপরাধ করেন তাহলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার একবছর পরেও জানা গেলে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ (বৃহস্পতিবার) সকালে মানিকগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত জনসচেতনতামূলক সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এসব কথা বলেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, বাংলাদেশ কাজী সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফজলুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাল্যবিয়ের কারণে অনেক সম্ভাবনাময় মেয়েরা ঝড়ে যাচ্ছে। বিবাহ বিচ্ছেদ, শারীরিক সমস্যাসহ নানাভাবে হয়রাণীর শিকার হতে হচ্ছে। দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বাল্যবিয়ে রোধে কাজী, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, আইনজীবীসহ সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।