প্রচ্ছদ খেলাধুলা বাফুফে জানে না ‘পর্তুগাল–ইতালি ম্যাচ’ সম্পর্কে

বাফুফে জানে না ‘পর্তুগাল–ইতালি ম্যাচ’ সম্পর্কে

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বেশ ঘটা করেই ক্রীড়া উৎসব পালন করার পরিকল্পনা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল একটি টেলিভিশন চ্যানেলে খবর বেরিয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় নাকি পর্তুগাল ও ইতালির মধ্যকার একটি প্রীতি ম্যাচ আয়োজিত হবে। আর এতে খেলবেন বিশ্বসেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। খবরটি স্বাভাবিকভাবেই আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে এ ম্যাচ হবে কি হবে না, তা ভবিষ্যৎই বলে দেবে। তবে আপাতত এ বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাফুফেও নাকি চায়, দুটি ইউরোপিয়ান দলকে নিয়ে এসে প্রীতি ম্যাচের আয়োজন করতে। সেটি জাতীয় দলও হতে পারে, হতে পারে বিখ্যাত কোনো ক্লাবও।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ প্রথম আলোকে বলেন, ‘পর্তুগাল-ইতালি ম্যাচ নিয়ে আমরা কিছু জানি না। তবে ইউরোপের দুটি দল নিয়ে এসে প্রীতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে কাজ করছি আমরা। ভালো দুটি দলকে আনার চেষ্টা চলছে। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে। এ সময় জাতীয় দল আনা বেশ কঠিন। এক বছর বেশি সময় নয়। সবার সূচি ঠিক হয়ে থাকে। তবে ভালো দলই আনার চেষ্টা চলছে। জাতীয় দল না পেলে ক্লাব দল আনার চেষ্টা করছি।’

এর আগে বাফুফে অবশ্য জানিয়েছিল তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। সাফ চ্যাম্পিয়নশিপকে বঙ্গবন্ধুর নামে ঢাকাতে করাই ইচ্ছে প্রকাশ করেছে তারা। সাফের কংগ্রেসে অন্যান্য দেশগুলোর মৌখিক সম্মতিও পাওয়া গেছে। এ ছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপের সঙ্গে বঙ্গবন্ধু অনূর্ধ্ব–১৫ ফুটবলের আয়োজনের ইচ্ছে আছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার। এ ছাড়া ‘মুজিব বর্ষে’ বঙ্গবন্ধুর নামে প্রথমবারের মতো বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।