প্রচ্ছদ অর্থনীতি বাজেট অধিবেশন ১০ জুন

বাজেট অধিবেশন ১০ জুন

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

জাতীয় সংসদের বাজেট অধিবেশন ১০ জুন বিকেল ৫টায় শুরু হচ্ছে। এটি একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন।

সোমবার (১৮ মে) রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ বাজেট অধিবেশন আহ্বান করেন।  তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশন কতদিন চলবে তা সংসদের কার্য উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নেবে। অধিবেশন শুরুর দিন সংসদ ভবনে এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, স্বাভাবিক সময় বাজেট অধিবেশন দীর্ঘ এবং বাজেটের ওপরে দীর্ঘ সময় আলোচনা অনুষ্ঠিত হয়ে থাকলেও এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাজেট অধিবেশন তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হবে। বাজেটের ওপরে আলোচনাও যতদূর সম্ভব সংক্ষিপ্ত হবে। খবর বাসস।