প্রচ্ছদ সারাদেশ বর্জ্য পলিথিন বিক্রির দায়ে জরিমানা

বর্জ্য পলিথিন বিক্রির দায়ে জরিমানা


জ ই আকাশ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ঔষধ কোম্পানীর বর্জ্য পলিথিন বিক্রির দায়ে রইস উদ্দিন মোল্লাা (৪৫) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিট্কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রইস উদ্দিন মোল্লা গত এক মাস যাবত ঔষধ কোম্পানীর বর্জ্য পলিথিন ক্রয় করে এনে তা পরিষ্কার করে ঢাকায় পলিথিন কারখানায় সরবরাহ করে আসছে। এই পলিথিন তিনি বাড়ির পাশের ইছামতি নদীতে পরিষ্কার করার কারণে নদীর পানি দূষিত হচ্ছে। যার কারণে এলাকাবাসী অভিযোগ জানিয়ে আসছে। আজ বিকালে ৬৬ হাজার টাকার পলিথিনের চালান তার বাড়িতে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এ জরিমানা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন জানান, আগামীকাল (২০ নার্চ) এই পলিথিন যেখান থেকে আনা হয়েছে সেখানে ফেরত পাঠানো হবে মুচলেকায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।