প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিবেন না খালেদা

বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিবেন না খালেদা

সব ধরনের প্রস্তুতি নিলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আসতে রাজি হননি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এই হাসপাতালে চিকিৎসা নিতে রাজি নন।

রোববার দুপুরে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ-আল হারুন সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়ে দিয়েছে, আজ (রোববার) আর খালেদা জিয়াকে হাসপাতালে আনা হচ্ছে না।’

আব্দুল্লাহ-আল হারুন বলেন, ‘কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। মেডিকেল বোর্ড প্রস্তুত ছিল, কেবিনও প্রস্তুত রাখা হয়েছিল। সব রোগীর জন্যই আমরা এমন প্রস্তুতি নিয়ে থাকি।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগারে গিয়েছিলেন। ফলোআপ চিকিৎসার জন্যই তাকে আজ হাসপাতালে আনা কথা ছিল।’

এ সময় ড্যাবের আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। হুইল চেয়ারেও ঠিকমতো বসতে পারছেন না। মেডিকেল বোর্ডের চিকিৎসক এফএম সিদ্দিকী কারাগারে গিয়েছিলেন। খালেদা জিয়া তাকে স্পষ্ট বলেছেন এই হাসপাতালে তিনি চিকিৎসা করাবেন না।’

তিনি বলেন, ‘ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তার অধীনে চিকিৎসা করালে সমস্যা কোথায়? তাকে বঙ্গবন্ধু মেডিকেলেই আনতে হবে, এমনতো কথা নেই।’

এক প্রশ্নের জবাবে ডা. ফরহাদ বলেন, ‘প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসা করাবেন কিনা সেটি খালেদা জিয়ার ব্যাপার। তিনি তো দেশেই চিকিৎসা পাচ্ছেন না, প্যারোলে মুক্তিতো পরের কথা।’

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে খালেদা জিয়ার কারাদণ্ড হয়। এরপর থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। পরে অবশ্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও তার কারাদণ্ড হয়েছে।