প্রচ্ছদ আর্ন্তজাতিক ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে লাখ টাকার গয়না লুট

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে লাখ টাকার গয়না লুট

প্রেমের ফাঁদে ফেলে নগদ টাকা ও গয়না লুট করেছিলেন এক যুবক। ভারতের লেকটাউনের ওই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে দুইজনকে।

সূত্রের খবর, ফেসবুকে লেকটাউনের বাসিন্দা ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় সন্দেশখালির সৌমিত্র মণ্ডলের। সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। এরপরই ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে বিয়ের প্রস্তাব দেয় সৌমিত্র। কথা মতো সমস্ত গয়না, টাকা-পয়সা নিয়ে আনন্দপুরে চলে আসেন গৃহবধূ।

এরপরই ব্যাগটি নিজের কাছে নেয় ওই যুবক। ঘুরে আসার নাম করে কার্যত চম্পট দেন তিনি। ঘটনার পরই লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগের ভিত্ততে তদন্তে নামে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বাঁশদ্রোণী এলাকা থেকে মূল অভিযুক্ত সৌমিত্রকে গ্রেফতার করে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে দুলাল নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দুলালকে জেরা করে তার কাছ থেকে সমস্ত সোনা-গয়না উদ্ধার করেছে পুলিশ।