প্রচ্ছদ সারাদেশ ফুলবাড়ীতে ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধ ও জমি রক্ষায় মানববন্ধন

ফুলবাড়ীতে ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধ ও জমি রক্ষায় মানববন্ধন

আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ীঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাঁপ্রসাদ বটতলী ও পলি শিবনগর এলাকায় অবস্থিত ছোট যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে ওই এলাকার প্রায় ৫শতাধিক মানুষ স্থানীয় বটতলী মোড়ে একত্রিত হয়ে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে বক্তারা জানান, গঙ্গাঁপ্রসাদ বটতলী এলাকা থেকে বালু উত্তোলনের চেষ্ঠা চলছে এলাকা থেকে যদি বালু উত্তোলন করা হয় তাহলে তিন গ্রামের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হবে। এখানে বালু উত্তোলনের কারণে আশেপাশে আমাদের যে তিন ফসলি উর্বর জমি রয়েছে সেগুলো ধসে পড়ে বিলীন হয়ে যাবে। তাতে করে আমরা ব্যাপক ক্ষতির মধ্যে পড়বো। আমরা আমাদের এই জমি ধ্বংস করে কিছুতেই এখান থেকে বালু উত্তোলন করতে দিবো না। প্রয়োজনে আমরা আমাদের জমি রক্ষায় কঠোর আন্দোলন গড়ে তুলবে। বক্তারা আরো বলেন, এখান থেকে বালু তোলা হলে পাশে যে রাস্তা এবং কালভার্টটি রয়েছে সেটি চরম হুমকির মুখে পড়বে। এলাকা বাসি আরো জানান, বালু পয়েন্টের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের এলাকার ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অনৈতিবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবিও জানান এলাকা বাসি। মামলার এক নং আসামি গঙ্গাঁপ্রসাদ এলাকার মৃত. আব্দুল বছিরের ছেলে মো. খলিল(৫৫) জানান, আমাদেরকে হয়রানি করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। আমাদের যেন এই মামলায় কোনো প্রকার হয়রানি করা না হয় সেজন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি এবং বালুর পয়েন্ট নিয়ে এই বিবাদের দ্বন্দ নিরোসনে দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ারও দাবি জানান এলাকা বাসি। এলাকার সচেতন ব্যাক্তিরা জানান বালুর পয়েন্ট নিয়ে এই দ্বন্দ চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটার আশংক্ষা রয়েছে। তাই আমরা মনে করি এই দ্বন্দ নিরোসনে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন।