প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু

ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু


রাজধানীর উত্তরায় চলছে অবৈধভাবে ফুটপাত দখল উচ্ছেদ অভিযান। উত্তরার বিভিন্ন সেক্টরের সড়কগুলোতে এই অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা এলাকার সোনারগাঁও জনপথ থেকে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

অভিযানের প্রথম দিনে ফুটপাতে গড়ে তোলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়সহ বেশকিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানের বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা উত্তরা দিয়ে শুরু করলাম। পুরো উত্তরা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আমি নিজে পুরো বিষয়টি দেখভাল করছি। আমাদের ম্যাজিস্ট্রেট আছেন। এভাবে পুরো উত্তরার পর অন্য অঞ্চলও দখলমুক্ত করবো।