প্রচ্ছদ খেলাধুলা ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছে না লিভারপুল

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছে না লিভারপুল

বার্সেলোনার বিপক্ষে অভাবনীয় জয়ে আকাশে উড়ছে লিভারপুল। প্রথম লেগে ৩-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে সেই ঘাটতি পূরণ করে উল্টো বার্সাকে উড়িয়েছে। ম্যাচটা ছিল লিভারপুলের মানসিক শক্তি আর আত্মবিশ্বাসের প্রতিফলন। ঝরেছে দৃঢ়প্রতিজ্ঞও। ম্যাচ শেষে তাই খেলোয়াড়েরা জানিয়ে দিলেন পৃথিবীর যেকোনো দলকে হারাতে পারার প্রত্যয়।
সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইকের কণ্ঠে তারই প্রতিধ্বনি, ‘আমাদের এখন মনে হচ্ছে আমরা যে কাউকে হারাতে পারি। মাঠে যখনই নামব তখন জেতার জন্যই নামব। মাঠে নেমে আমাদের মনে হবে যে না, আমরা আমাদের প্রতিপক্ষকে হারাতে পারব না, সেটা হবে না। হারার আগে হেরে যাব না আমরা।’

চ্যাম্পিয়নস লিগের আরেক সেমিতে আজ আয়াক্সের মাঠে খেলতে যাচ্ছে টটেনহাম। টটেনহামের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জেতার ফলে আয়াক্স তুলনামূলকভাবে একটু সুবিধাজনক অবস্থানে আছে। তবে বলা যায় না, এবার যেভাবে একের পর এক ‘কামব্যাক’ হচ্ছে, গা-ছাড়া খেলা দেওয়ার বিন্দুমাত্র জো নেই আয়াক্সের। এ ম্যাচের দিকে শ্যেন দৃষ্টি থাকবে লিভারপুলের খেলোয়াড়দের। এ ম্যাচে জয়ী দলের সঙ্গেই আগামী ২ জুন অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপোলিটানোতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে নামবে লিভারপুল। তবে ফন ডাইকের কথা শুনে মনে হলো না, আয়াক্স বা টটেনহামের মধ্যে কে ফাইনালে উঠবে তা নিয়ে তাঁর মধ্যে বিশেষ কোনো চিন্তা আছে, ‘আজকে যারা খেলবে তাদের জন্য ম্যাচটা বেশ কঠিন হতে যাচ্ছে। আমরা দেখব কে ফাইনালে উঠছে। সেটা দেখে আমরা আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করব।’

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার মতো দলকে এক হালি গোলের লজ্জায় ডোবায় যে দল, তাদের কণ্ঠ এমন আত্মবিশ্বাসী তো শোনাবেই!