প্রচ্ছদ খেলাধুলা প্রিমিয়ার লিগ শুরুর সংবাদে চিন্তিত ইংলিশ তারকা

প্রিমিয়ার লিগ শুরুর সংবাদে চিন্তিত ইংলিশ তারকা

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাসের থাবায় বন্ধ ছিল ইউরোপের প্রথম সারির সব ফুটবল লিগ। আগামী ১৬ মে মাঠে গড়াচ্ছে বুন্দেস লিগা। জার্মান লিগ দিয়েই ফুটবল ফিরছে মাঠে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সবুজ-সংকেত এলো।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সব ধরনের খেলা দ্রুত শুরু হচ্ছে বলে জানিয়েছেন। সোমবার এই নিয়ে ৫০ পৃষ্ঠার বিস্তারিত পরিকল্পনা দেয়া হয়েছে।

১২ জুন থেকে ইংলিশ লিগ শুরু করার প্রাথমিক পরিকল্পনা ছিল। সেটা এগিয়ে নিয়ে আসার সবুজ সংকেত দেয়া হয়েছে। বরিস জনসন জানিয়েছেন, ১ জুন থেকে প্রিমিয়ার লিগসহ দেশের সব ধরনের খেলাধুলা শুরু করা যাবে।

করোনার ভয়াবহতা কাটেনি এখনও। আবিষ্কার হয়নি কোনও প্রতিষেধকও। এমন পরিস্থিতিতে জুনের শুরুতে ফুটবল ফেরা নিয়ে চিন্তিত ইংল্যান্ড জাতীয় দলের তারকা রহিম স্টার্লিং।

তার মতে এত দ্রুত খেলা মাঠে ফিরলে ফুটবলার, স্টাফ ও অফিসিয়াল সবার জীবনই ঝুঁকিতে পড়তে পারে।