প্রচ্ছদ হেড লাইন প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে ৫০ লাখ পরিবার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে ৫০ লাখ পরিবার

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে সুবিধাভোগীদের সরাসরি নগদ অর্থ প্রেরণ করবেন। 
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এর আগে করোনা পরিস্থিতি নিয়ে জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সকালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ঈদের আগে কর্মহীন মানুষের কাছে নগদ অর্থ পৌঁছে দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ৫০ লাখ পরিবার। প্রতি পরিবারে ৪জন করে সদস্য ধরে এই নগদ সহায়তায় উপকার ভোগী হবে প্রায় ২ কোটি মানুষ। এ জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ২৫০ কোটি টাকা।