প্রচ্ছদ খেলাধুলা পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আফগানিস্তান। আফগানদের এবারের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে আফগানদের লক্ষ্য থাকবে বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতার। আর পাকিস্তানের লক্ষ্য আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে।

এমন সমীকরণ মাথায় রেখে শনিবার (২৮ জুন) বিশ্বকাপের আসরে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। হেডিংলিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক  গুলবাদিন নাঈব।

পাকিস্তানের একাদশ-

সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফাখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহীন আফ্রিদি, ওহাব রিয়াজ।

আফগানিস্তানের একাদশ-

গুলবাদিন নাঈব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজগার আফগান, মুজিব উর রহমান, সামিউল্লাহ শিনওয়ারি,  ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), হামিদ হাসান।