প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই : মানিকগঞ্জ পুলিশ সুপার

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই : মানিকগঞ্জ পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। আজ শনিবার (১০ জুলাই) মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা বলেন।

“দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে, করবো খাঁটি” স্লোগানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে মানিকগঞ্জ জেলা পুলিশ। এসময় কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর জাকির হোসেন, পরিচালক ডাক্তার গৌতম রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার সদর হোসাইন রায়হান, সিনিয়র এএসপি ডিএসবি নাসির উদ্দিন মল্লিক, সদর থানার ওসি আকবর আলী খান, ওসি ডিবি মোঃ হানিফ আলীপ্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার রিফাত শামীম আরো বলেন, অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধনের ফলে মানব জীবন হুমকির মুখে পড়বে, পরিবেশের বিপর্যয় ঘটবে, দেশ ক্ষতিগ্রস্থ্য হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই আগামী প্রজন্মের কথা চিন্তা করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই চেষ্টা করা দরকার পৃথীবিটাকে বাসযোগ্য রাখার। গাছপালা নিধন না করা। আর অন্যকে গাছ নিধনে নিরুৎসাহিত করা।