প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জের সিংগাইরে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

মানিকগঞ্জের সিংগাইরে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইরে ঘোনা এলাকার আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে।

তিনি হচ্ছেন সুলতান হোসেন (৪৬)। ঢাকার উত্তরার একটি বায়িং হাউজের ব্যবস্থাপক (অর্থ) ছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ী সদরের ভবদিয়া গ্রামে। স্ত্রী ও এক সন্তান (মেয়ে) তিনি ঢাকার তেজগাঁওয়ের নাখাল পাড়া এলাকায় থাকতেন।

ঢাকার বাসা থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে নাখালপাড়ার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ওইদিন রাতে তেজগাঁও থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঘোনাপাড়া এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের পাশে জিন্সের প্যান্ট ও লাল কালো রঙের ফুলশার্ট পরিহিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে লাশের পরিচয় শনাক্ত হয়।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, দু-তিন দিন আগে অন্য কোথাও হত্যার পর লাশটি গাড়িতে করে এখানে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা। মৃত ব্যক্তির মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

থানার পদির্শক (তদন্ত) বলেন, নিহতের পরিবার তেজগাঁও থানায় মামলা করতে আগ্রহী। ওই থানায় মামলা না নিলে সিঙ্গাইর থানায় হত্যা মামলা নেওয়া হবে।