প্রচ্ছদ আজকের সেরা সংবাদ পদোন্নতি পেয়ে এসপি হলেন ২৩ পুলিশ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে এসপি হলেন ২৩ পুলিশ কর্মকর্তা

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার (এসপি) পদে ২৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

এরমধ্যে একজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দারপুরে, আরেকজন অস্ট্রেলিয়ায় শিক্ষা প্রেষণে রয়েছেন। এই দুজন দেশে ফিরে কাজে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—সুফিয়ান আহমেদ, মো. নাজিমুল হক, ওয়াহিদুল হক চৌধুরী, মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. জাহাঙ্গির আলম, ড. এস এম ফরহাদ হোসেন, মো. আবদুল্লাহ আল মামুন, মো. নুরুল আমীন হাওলাদার, আ. স. ম শামসুর রহমান ভুঞা, মো. মাহফুজ্জামান আশরাফ, মো. জসিম উদ্দীন, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. শাহরিয়ার আলী, মো. বেলাল হোসেন, মো. রবিউল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, আনোয়ার জাহিদ, মোহাম্মদ সাঈদুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার ও মো. শাহজাহান।

দারপুরে ও অস্ট্রেলিয়ায় থাকা দুই কর্মকর্তা হলেন—মোহাম্মদ আবদুল হালিম (দারপুর) মিশনে এবং হুমায়রা পারভীন (অস্ট্রেলিয়া)।