প্রচ্ছদ সারাদেশ পত্রিকা হকারদের পাশে নেই কেউ : মানিকগঞ্জে ১৫ই এপ্রিল হতে সকল প্রত্রিকা...

পত্রিকা হকারদের পাশে নেই কেউ : মানিকগঞ্জে ১৫ই এপ্রিল হতে সকল প্রত্রিকা বিলি বন্ধ

মো: শাহানুর ইসলাম,মানিকগঞ্জ  :

করোনা ভাইরাসের কারনে আগামী ১৫ই এপ্রিল থেকে মানিকগঞ্জ জেলায় সকল প্রকার সংবাদপত্র বিলি করা সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করেছে মানিকগঞ্জ সংবাদপত্র ব্যবসায়ী সমিতি।
সমিতির সভাপতি স্বপন সাহা বলেন,আমাদের গ্রাহক সংখ্যা ব্যাপক ভাবে কমে গেছে তাছাড়া আমাদের হকাররাও সংবাদপত্র বিলিকে এখন জীবনের হুমকি মনে করছে।
সমিতির সাধারন সম্পাদক বুলবুল ইসলাম বলেন,আমাদের হকারদের কোন নিরাপত্তা পোষাক নেই।অনেক গ্রাহক মনে করে পত্রিকার মাধ্যমে করোনা ছড়াতে পারে। অফিস-আদালত বন্ধ।পত্রিকার চাহিদাও কমে গেছে।সব বন্ধ থাকার কারনে আমরা এখনও গত মাসের বিল উঠাতে পারি নাই।আমাদের হকারদের বেতন দিতে পারি নাই। আসলে আমরা দারুন সংকটে আছি কিন্তু আমরা এখনও কোন সহযোগীতা পাই নাই। আমরা এতো দিনও জীবনের ঝুকি নিয়েও ঘরে ঘরে পত্রিকা পৌছে দিয়েছি । আমার শুধু কটা টাকার জন্যেই এ ব্যাবসা করি না,আমরা এটাকে একটা মহান দায়িত্ব মনে করি।আমরা নিজেদেরকে গনমাধ্যমের কর্মী মনে করেই দায়িত্ব পালন করি কিন্তু আজ আমাদের হকারদের হাতে যথা সময়ে বেতন দিতে পারছি না। তাদের পরিবার অভুক্ত থাকলেও আমরা কিছুই করতে পারছি না।আমাদের অনেক হকার আছে যারা কলেজে লেখা-পড়ার পাশাপাশি সকালে পত্রিকা বিলি করে ,এই ছেলেটার পক্ষে কারো কাছে হাত পেতে কিছু চাওয়া সম্ভব নয়।আমি আহবান জানাবো দায়িত্বশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের সংবাদপত্র হকারদের দিকে একটু নজর দিবেন।