প্রচ্ছদ সারাদেশ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১নারীর করোনা সনাক্ত, জেলা লকডাউন 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১নারীর করোনা সনাক্ত, জেলা লকডাউন 


ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৪২ বছরের এক নারীর করোনা সনাক্ত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধায় পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। ওই নারী তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার নাজিরা গঞ্জ গ্রামের বাসিন্দা। ওই নারী তার স্বামীসহ ঢাকা মিরপুরে থাকতো। তার স্বামী প্রেট্রোল বাংলা নামে একটি প্রেট্রোল পাম্পে চাকুরি করতো এবং সেখানে সে গৃহিনীর কাজ করতো।

জানা গেছে, গত ৬ এপ্রিল ঢাকা থেকে স্বামীসহ গ্রামের বাড়িতে আসেন ওই নারী। এর পর কিছুদিন পর ওই নারী নিজেকে অসুস্থ মনে করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারকে বিষয়টি জানায়। এর পর তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার করোনা পজেটিভ আসে।

এর আগে সন্ধায় পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন এক গণবিজ্ঞোপ্তির মাধ্যমে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে পঞ্চগড় জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেন।