প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ নড়াইলে মাদকবিরোধী র‌্যালি

নড়াইলে মাদকবিরোধী র‌্যালি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে মাদকবিরোধী র‌্যালি জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়াম থেকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ ‘মাদক বর্জন করুন, সুস্থ জীবন গড়–ন’ মাদককে না বলুন’ এধরনের নানা প্লাকার্ড ফেস্টুন হাতে নিয়ে মাদকমুক্ত নড়াইল প্রতিষ্ঠার লক্ষ্যে মাদকবিরোধী গ্রান্ড র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় র‌্যালিতে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম, নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান মো: সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরফুদ্দিন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রবিউল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র মো: জাহঙ্গীর বিশ্বাস, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রিবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ও খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম।