প্রচ্ছদ জাতীয় নুসরাত হত্যার বিচার দাবিতে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন

নুসরাত হত্যার বিচার দাবিতে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন

সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে রাজধানীর গণভবন এলাকা থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিকদল, বাম ছাত্র সংগঠন, ছাত্রলীগ, সাংস্কৃতিক সংগঠন, নারী অধিকার সংগঠন এবং বিভিন্ন এনজিও কর্মীরা।

শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বঙ্গভবনের সামনে মানববন্ধনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কোনও অপরাধের বিচার না হওয়ায় এই হত্যাকাণ্ড। ১৬ কোটি মানুষ প্রতিবাদ জারি রেখেছে। অপরাধীরা জানে সরকারি দলে থাকলে কোনও অপরাধের বিচার হয় না। তারা জানে সরকারি দলে থাকলে পার পাওয়া যায়।

আসাদগেটে মানববন্ধনে অংশ নিয়ে আনন্দদ্যুতি খেলাঘর আসরের সভাপতি লাবনী শবনম মুক্তি বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে আজ এমন পরিবেশ হয়েছে। আমরা নুসরাত হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে একই দাবিতে তেজগাঁও এফডিসি গেটের সামনে চলচ্চিত্র শিল্পীরাও নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেন।