প্রচ্ছদ জাতীয় নুসরাত হত্যাকাণ্ডে শরীফের স্বীকারোক্তি

নুসরাত হত্যাকাণ্ডে শরীফের স্বীকারোক্তি

ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে, আসামি মোহাম্মদ আবদুর রহিম শরীফ।

গতরাতে (১৭ এপ্রিল) সোনাগাজীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে বিকাল সাড়ে ৩টায় তাকে আদালতে নেয়া হয়। ছয় ঘণ্টা ধরে বিচারক সরাফ উদ্দিন আহাম্মদ তার জবানবন্দি রেকর্ড করেন।

নুসরাত হত্যা মামলায় এর আগে গত রোববার এজাহারভুক্ত আসামি নুর উদ্দিন ও শাহদাত হোসেন শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এই মামলায় মঙ্গলবার মোহাম্মদ আবদুর রহিম শরীফকে আটক করে পিবিআই।