প্রচ্ছদ হেড লাইন নিহতের সংখ্যা প্রকাশ করছে না চীন, লাশ দাফনে তাড়াহুড়ো

নিহতের সংখ্যা প্রকাশ করছে না চীন, লাশ দাফনে তাড়াহুড়ো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না চীন। অভিযোগ উঠেছে, নিহতের যে সংখ্যা চীন সরকার বলছে, প্রকৃতপক্ষে তার চেয়ে অনেকে বেশি মানুষ মারা যাচ্ছে।

এমনকি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের রেকর্ড রাখা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তথ্য না রেখেই মরদেহগুলো সমাহিত করা হচ্ছে।

আজ শনিবার পর্যন্ত চীন সর্বশেষ জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৯ জন মারা গেছে। এছাড়া আরো ১১ হাজার সাতশ ৯১ জন আক্রান্ত হয়েছেন।

তবে ডেইলি মেইলকে মরদেহ সৎকারের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, হাসপাতাল থেকে তাদের কাছে সৎকারের জন্য যে মরদেহগুলো পাঠানো হচ্ছে, তার বেশিরভাগের কোনো রেকর্ড রাখা হচ্ছে না।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলের পূর্ব এশিয়া প্রতিনিধি উইলিয়াম ইয়াং ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছেন, ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে চীন সারাবিশ্বকে যে তথ্য দিয়ে আসছে, তা নিয়ে সন্দিহান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তারা এ নিয়ে অসম্পূর্ণ তথ্য দিচ্ছে, যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

তিনি আরো বলেন, হংকংভিত্তিক নিউজ আউটলেট ইনিশিয়াম মূল ভূখণ্ড চীনের শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের কারো পরিচয় ভালোভাবে শনাক্ত না করেই সৎকারের জন্য নির্ধারিত স্থানে হাসপাতাল থেকে মরদেহগুলো পাঠানো হচ্ছে।