প্রচ্ছদ রাজনীতি নির্বাচন নির্বাচন করতে পারবেন গোলাম মাওলা রনি

নির্বাচন করতে পারবেন গোলাম মাওলা রনি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী গোলাম মাওলা রনির প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন শুনানি শেষে এ আদেশ দেয়।

গোলাম মাওলা রনির আইনজীবীর পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হলে, ইসির এজলাসে থেকে হলফনামায় স্বাক্ষর স্বাপেক্ষে তার মনোনয়নপত্রের বৈধতা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা-২০ আসনে তমিজউদ্দিনের, সিলেট-৩  আসনে আব্দুল কাইয়ুম চৌধুরী ও পাবনা-৩ আসনে হাসাদুল ইসলামের মনোনয়পত্রের বৈধতা দেওয়া হয়েছে।

তবে শুনানি শেষে দিনাজপুর-১ আসনে পারভেজ, মাদারীপুর-১ থেকে জহিরুল মিন্টু, মাদারীপুর-৩ আসনে মোহাম্মদ আব্দুল খালেকের, ফেনী-১ মিজানুর রহমান, কিশোরগঞ্জ-৩ মিজানুল হক, ময়মনসিংহ-৪ আসনে আবু সাইদ মহিউদ্দিন প্রার্থিতা বাতিল করা হয়েছে।