প্রচ্ছদ আজকের সেরা সংবাদ নাগরপুর উপজেলা নির্বাচনে সালমান সামস জিৎ চেয়াম্যান

নাগরপুর উপজেলা নির্বাচনে সালমান সামস জিৎ চেয়াম্যান

মোঃ মাসউদুর রহমান  :

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাব অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলর নাগরপুর উপজলা পরিষদ নির্বাচন। নির্বাচন খদকার সালমান সামস জিৎ (আনারস) ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নাগরপুর উপজলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধদ্বি আব্দুস সামাদ দুলাল (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।

ভাইস চেয়ারম্যান ফারুক হাসন (তালা) ১০ হাজার ৮৩৪ ভোট ও ভাইস চেয়ারম্যান (মহিলা) জরিনা বগম ১৭ হাজার ৩২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত ।