প্রচ্ছদ আজকের সেরা সংবাদ নতুন মৃত্যু ৩৬, শনাক্ত ১১০৬ শনাক্ত : রোগী কমলেও বেড়েছে মৃত্যু

নতুন মৃত্যু ৩৬, শনাক্ত ১১০৬ শনাক্ত : রোগী কমলেও বেড়েছে মৃত্যু

বিডি রিপের্ট টোয়েন্টিফোর ডটকম :

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে ৩৫ জন ও বা‌ড়ি‌তে একজন মারা গেছেন। যাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১১ জন রয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১২৯ জনে।

অপরদিকে, একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে।

শ‌নিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫টি। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় ১০৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৬৫টি। যাতে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১০৬ জন।