প্রচ্ছদ সারাদেশ নওগাঁয় ৩ স্বাস্থ্যকর্মীসহ ১৬ জন আক্রান্ত, মোট আক্রান্ত ১৭

নওগাঁয় ৩ স্বাস্থ্যকর্মীসহ ১৬ জন আক্রান্ত, মোট আক্রান্ত ১৭

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 নওগাঁয় তিন স্বাস্থ্য কর্মীসহ আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১৭জন শনাক্ত হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আ.ম. আখতারুজ্জামান আলাল।

সনাক্তরা হলেন, জেলার রানীনগর উপজেলার দুই নার্স ও এক অ্যাম্বুলেন্স চালকসহ ৬জন, সাপাহার উপজেলায় ৩জন, আত্রাই উপজেলায় ৩জন, মহাদেবপুর উপজেলায় ২জন, মান্দা উপজেলায় ২জন ও পোরশা উপজেলায় ১জন।

নওগাঁর সিভিল সার্জন ডা: আ.ম. আখতারুজ্জামান আলাল জানান, এ পর্যন্ত নওগাঁ জেলা থেকে মোট ৭৮৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৫১৫জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্য থেকে ১৭জনের করোনা ভাইরাসের ফলাফল পজেটিভ এবং বাকী অন্যান্যদের নেগেটিভ এসেছে। সনাক্তরা বেশীর ভাগই ঢাকা ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লক্ষণ ছিল না। জেলায় এখন হোম কোয়ারেন্টিনে আছে ১০৬২জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে ৩৭জন বলেও জানান তিনি।