প্রচ্ছদ আজকের সেরা সংবাদ দ্বীন মোহাম্মদ আই কেয়ারে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

দ্বীন মোহাম্মদ আই কেয়ারে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

আজ (২৭ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীন মোহাম্মদ আই কেয়ারে তাঁর চোখ পরীক্ষা করাতে যান। লন্ডনে তার যে চোখের অপারেশন হয়েছিল তার ফলোআপ হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হকের মালিকানাধীন দ্বীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে যান। সেখানে তার চোখের পরীক্ষা করা হয় এবং অপারেশন পরবর্তী ফলোআপ করা হয়।

ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক বলেছেন যে, অপারেশনের পর প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করেছি, তাকে নতুন চশমা দিয়েছি, গ্লুকোমা পরীক্ষা করেছি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতালের ভূয়সী প্রশংসা করেছেন। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির সমাহার দেখে প্রশংসা করেন এবং বলেন বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।

সেসময় দ্বীন মোহাম্মদ নূরুল হকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী এবং ডা. শেখ মোহাম্মদ হোসেন।