প্রচ্ছদ হেড লাইন দেশে ফিরে আসছে ২৮৮৪৯ প্রবাসী বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরে আসছে ২৮৮৪৯ প্রবাসী বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২৮ হাজার ৮৪৯ প্রবাসী বাংলাদেশী দেশে ফিরবেন। তাদের বেশির ভাগই মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসছেন। সেই সাথে এখন পর্যন্ত তিন হাজার ৬৯৫ প্রবাসী বাংলাদেশী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছেন।

বুধবার এ বিষয়ে পঞ্চম আন্তমন্ত্রণালয় বৈঠক শেষ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘তাদের কীভাবে ফিরিয়ে আনব তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তাদের ফিরিয়ে আনতে পারব।’  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত তিন হাজার ৬৯৫ প্রবাসী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছেন। এদের মধ্যে অধিকাংশই সেখানকার জেলে ছিলেন সাধারণ ক্ষমায় ছাড়া পেয়ে তারা এসেছেন।  এছাড়াও ওমরাহ পালনকারী কিছু লোক এসেছেন। কিছু অনিবন্ধিত শাস্তিপ্রাপ্তও ফিরেছে।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিদেশে আটকেপড়া প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনবো এতে কোনও সন্দেহ নেই। তবে তাদের কীভাবে ফিরিয়ে আনব তা নিয়ে আলোচনা করেছি।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশে গিয়ে আটকে পড়েছিলেন এমন অনেককেই ফিরিয়ে আনা হয়েছে। ভারত, চীন, জাপান, সিঙ্গাপুর থেকে ২ হাজার ৮৫৩ জনকে ফেরত এনেছি। আরও কিছু আনার জন্য ভাড়া করা ফ্লাইটের ব্যবস্থা করছি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।