প্রচ্ছদ আজকের সেরা সংবাদ দুই সপ্তাহের জন্য দুবাইয়ের কিছু এলাকা লকডাউন, খাবার দেয়া হবে রাষ্ট্রীয় উদ্যোগে

দুই সপ্তাহের জন্য দুবাইয়ের কিছু এলাকা লকডাউন, খাবার দেয়া হবে রাষ্ট্রীয় উদ্যোগে

আগামী দুই সপ্তাহের জন্য আমিরাতের বাণিজ্য নগরী দুবাই’র গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে আগামী ২ সপ্তাহের জন্য দুবাই’র দেরা নায়েফ, আল রাস, গোল্ড সুক, আল দাগায়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

যার ফলে আগামী দুই সপ্তাহ দুবাইয়ের কয়েকটি এলাকার সম্পূর্ণ বন্ধ থাকবে। এসব এলাকার যান চলাচল, দোকানপাট, রেস্টুরেন্টে এমনকি পথচারীদের পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী দুই সপ্তাহ পর্যন্ত চলবে।

লকডাউন থাকা এলাকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় খাবার রাষ্ট্রীয় উদ্যোগে সরবরাহ করা হবে। এসময় আল মোসাল্লা, আল খালিজ ও বানিয়াস রোড বন্ধ থাকবে। পাশাপাশি মেট্রো রেলের গ্রিন লাইন তথা আল রাস, পাম দেইরা ও বানিয়াস স্কোয়ার মেট্রো স্টেশন বন্ধ থাকবে।